Ads here

E Naamey Se Naamey Lyrics-Shaan And Anwesshaa-Bangla Song

E Naamey Se Naamey | Magic | Ankush | Oindrila | Shaan | Anwesshaa | Dabbu | Raja Chanda - Shaan & Anwesshaa Lyrics


Shaan & Anwesshaa New Song "E Naamey Se Naamey" New Bangla Song "E Naamey Se Naamey" Lyrics by Rajiv Dutta & Prasenjit Mallik. Music By Dabbu. Presented by Surinder Film.

♫ SONG CREDITS ♫

Song

E Naamey Se Naamey

Singer

Shaan & Anwesshaa

Lyrics

Rajiv Dutta & Prasenjit Mallik

Music

Dabbu

Label

Surinder Film

এ নামে সে নামে লিরিক্স

চিনেছি আমি আমায়
তোমার ঐ দু'চোখে,

পড়ে পাওয়া এ জীবন
চায় মন থেকে তোমাকে।

তোমাকে ছাড়া দিন কী কঠিন
তুমি চাও যদি নিমেষে রঙিন,
বেপরোয়া এ জীবন
আজ নিয়ে যাক যে দিকে।

এ নামে সে নামে
লিখি হাজার খামে
ভাবনা যত সবটুকুই।

এভাবে চাই কাছে
তোমাকে ধারে কাছে
ইচ্ছে আমার এই শুধুই।
হো হো

রূপকথা আজ তোমায় নিয়ে
এসেছে ধরা দিতে,
ও.. মন ছুটে যায় তোমার দিকে
থামেনা কোনো মতে।

কী করে এত স্বপ্ন আমার
একা আনমনে কাটবে সাঁতার,
দিশাহারা এ হাওয়ায়
আজ ডেকে নাও আমাকে

এ নামে সে নামে
লিখি হাজার খামে
ভাবনা যত সবটুকুই।

এভাবে চাই কাছে
তোমাকে ধারে কাছে
ইচ্ছে আমার এই শুধুই।

নেই কোন আর আড়াল রাখা
আমাকে ছুঁয়ে দেখো,
ও.. আজ থেকে সব তোমার নামে

আদরে মুড়ে রাখো।

তোমাকে ছাড়া দিন কী কঠিন
তুমি চাও যদি নিমেষে রঙীন,
বেপরোয়া এ জীবন
আজ নিয়ে যাক যে দিকে।

এ নামে সে নামে
লিখি হাজার খামে
ভাবনা যত সবটুকুই।

এভাবে চাই কাছে
তোমাকে ধারে কাছে
ইচ্ছে আমার এই শুধুই।
হো হো...!!!

>সমাপ্ত<



Related Posts

0 Response to "E Naamey Se Naamey Lyrics-Shaan And Anwesshaa-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles