Ami Tomar Hoye Jai Lyrics-Rehaan Rasul-Bangla Song
Ami Tomar Hoye Jai | Rehaan Rasul | Sajid Sarkar| Apurba | Sabila Nur | Tomar Hatti Dhore Natok Song - Rehaan Rasul Lyrics

Rehaan Rasul New Song "Ami Tomar Hoye Jai" New Bangla Song "Ami Tomar Hoye Jai" Lyrics by Kabir Bakul. Music By Sajid Sarkar. Presented by Soundtek.
♫ SONG CREDITS ♫
Song |
Ami Tomar Hoye Jai |
Singer |
Rehaan Rasul |
Lyrics |
Kabir Bakul |
Music |
Sajid Sarkar |
Label |
Soundtek |
আমি তোমার হয়ে যাই লিরিক্স
এতো মনে মনে অমিল
এতো কথার কাটাকাটি,
তবু ইচ্ছে করে তোমার হাতটি ধরে
ভালোবাসার পথে হাঁটি।
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই,
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই।।
এতো শত্রু শত্রু দৃষ্টি
এতো টুকরো টুকরো খুনসুটি,
ওই চোখের মায়া মিষ্টি
ভালো লাগে কিছু ভুল ত্রুটি।
যত আসি কাছাকাছি
তত তোমায় ডুবে আছি,
আরো ইচ্ছা করে তোমার হাতটি ধরে
তোমার শ্বাসেই আমি বাঁচি।
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই,
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই।।
এতো সঙ্গে সঙ্গে চলছি
এতো মিষ্টি মিষ্টি কল্পনা,
এই তুমি আমার বলছি
বানানো এ কোনো গল্প না।
ঠোঁটে লেগে থাকা হাসি
শুধু ইচ্ছে করে তোমার হাতটি ধরে
বলি তোমায় ভালোবাসি।
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই,
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই,
আমি তোমার হয়ে যাই
আমি তোমার হয়ে যাই...!!!
>সমাপ্ত<
0 Response to "Ami Tomar Hoye Jai Lyrics-Rehaan Rasul-Bangla Song"
Post a Comment