Ads here

Mon Goli Lyrics-Anirban Sikdar-Bangla Song

Mon Goli | Motion Video Song | Ghawre Ferar Gaan | Bangla Movie Gaan | Amara Muzik Bengali - Anirban Sikdar Lyrics


Anirban Sikdar New Song "Mon Goli" New Bangla Song "Mon Goli" Lyrics by Archita Chakraborty. Music By Anirban Sikdar. Presented by Amara Muzik Bengali.

♫ SONG CREDITS ♫

Song

Mon Goli

Singer

Anirban Sikdar

Lyrics

Archita Chakraborty

Music

Anirban Sikdar

Label

Amara Muzik Bengali

মন গলি লিরিক্স

স্বপ্নে মরা রঙীন পথে
নাম না জানা ঠিকানা,
আলতো করে সাত সুরে
তোর হাতটা ছোঁয়ার বাহানা,

মন রেখেছি তোর আঁচলে
আলগা সুতো নিছক ভুল,
ঝড়ের ভীষণ দমকা হাওয়াও
স্থির রেখেছে গভীর মূল,

তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই,
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই,

তোর ছন্দে, তোর কবিতায়
নির্জনে খুব বাঁধবো বাসা,
তোর সুরেতে, তোর আবেগে
সুখে থাকার টুকরো আশা,

বইবে মনে প্রেমের নদী
কান্না হাসির চাদরে,

রাখবি বুকে তুই আমাকে
আলগা হাসির আদরে,

তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই,
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই...!!!

>সমাপ্ত<



Related Posts

0 Response to "Mon Goli Lyrics-Anirban Sikdar-Bangla Song "

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles