Koto Onurag Lyrics-Rupak Tiary & Arjama B-Bangla Song
Koto Onurag | Rupak Tiary Ft. Arjama B | Aditya Paul | Official Music Video | Bengali New Song 2020 - Rupak Tiary , Arjama B Lyrics

Vocal - Rupak Tiary & Arjama B New Song "Koto Onurag" Latest Bangla Song "Koto Onurag" Lyrics By Manik Bera. Music By Rupak Tiary. Presented by Rupak Tiary.
Vocal - Rupak Tiary & Arjama BLyrics - Manik Bera
Composer - Rupak Tiary
Programming , Mix & Master : Rupak Tiary
Vocals Recorded at Rupak's Studio
Direction & Post Production - Aditya Paul
Cinematographers - Souvik Dalal & Aditya Paul
ছুঁয়ে গেছে মন কত অনুরাগ
শ্রাবন বৃষ্টি ধারায়,
ধুয়ে মুছে ব্যথা গুলো বাঁচার
অন্য ঠিকানায়।
ঘর সাজাবার স্বপ্ন দেখি
একা বসে আঙিনায়,
দুপুর গড়ায় সন্ধ্যে নামে অজানা বেদনায়।
মেঘে মেঘে ছেয়ে গেছে নীল নীলাকাশ
মনের ভাঁজে ছুঁয়ে যায় দখিনা বাতাস,
উঁকি দেয় ফালি চাঁদ
অসময়ি আলো খোলা জানালায়,
কত অনুরাগ শ্রাবন বৃষ্টি ধারায়।
ছুঁয়ে গেছে মন কত অনুরাগ
শ্রাবন বৃষ্টি ধারায়,
ধুয়ে মুছে ব্যথা গুলো বাঁচার
অন্য ঠিকানায়।।
রামধনু সাত রঙের এঁকে দিলো কত ছবি
আমার আকাশ জুড়ে, আমার আকাশ জুড়ে।
কথা গুলো গান হয়ে বেজে গেলো
এক অচেনা সুরে, এক অচেনা সুরে,
এক অচেনা সুরে।
বেলাশেষে দেখা পাই অসময়ি
আলো খোলা জানালায়,
তোমার ঠিকানায়।
ছুঁয়ে গেছে মন কত অনুরাগ
শ্রাবন বৃষ্টি ধারায়,
ধুয়ে মুছে ব্যথা গুলো বাঁচার
অন্য ঠিকানায়।
0 Response to "Koto Onurag Lyrics-Rupak Tiary & Arjama B-Bangla Song"
Post a Comment