Ads here

Abar Brishti Hobe Lyrics-Shusmita Anis & Minar Rahman-আবার বৃষ্টি হবে-Bangla Song

Abar Brishti Hobe | আবার বৃষ্টি হবে | Shusmita Anis | Minar Rahman | Official Music Video - Shusmita Anis and Minar Rahman Lyrics




Song
Abar Brishti Hobe
Singer
Shusmita Anis & Minar Rahman
Lyrics & Tune
Minar Rahman
Music
Sajid Sarker
Label
New Music Paradigm Company


হয়তো এক ভোরে
কোনো এক বিকেলে
আবার আমাদের দেখা হবে
গোধূলির আলোয় মুখোমুখি হয়ে
আবার আমাদের কথা হবে .

আবার দুজনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো
আবার দুজনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো.

আবার দুজনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো
আবার দুজনে গলির একোনে ওকোনে.

ভালোবাসা মেখে হাসবো
ঘুম ভাঙা শহর দেখবো
ঘুম ভাঙা শহর দেখবো .

আমি তোমার মাঝে বৃস্টি হয়ে আবার ঝরতে চাই
আমি তোমার হাতের স্পর্শ হয়ে আবার বাঁচতে চাই
তোমার ওই দুটো চোখ জুড়ে কত গল্পের মায়া
অলিখিত সব কবিতা আজ দিশেহারা .

হয়তো জোছনা আকাশের বুকে
আবার আমাদের ডাকবে
হয়তো অন্ধকার অভিমান মুছে
আবার আলোতেই হাসবে .

আবার দুজনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো
আবার দুজনে গলির একোনে ওকোনে .

ভালোবাসা মেখে হাসবো
আবার দুজনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো
আবার দুজনে গলির একোনে ওকোনে.

ভালোবাসা মেখে হাসবো
ঘুম ভাঙা শহর দেখবো
ঘুম ভাঙা শহর দেখবো.

ঘুম ভাঙা শহর দেখবো
ঘুম ভাঙা শহর দেখবো.


0 Response to "Abar Brishti Hobe Lyrics-Shusmita Anis & Minar Rahman-আবার বৃষ্টি হবে-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles