Ishita Lyrics-Rishi Panda-Bangla Song
Ishita | Rishi Panda - Rishi Panda Lyrics

Rishi Panda New Song "Ishita" Latest Bangla Song "Ishita" Lyrics By Shreyam Acharya. Music By Rishi Panda. Presented by Rishi Panda.
Song |
Ishita |
Singer |
Rishi Panda |
Lyrics |
Shreyam Acharya |
Music |
Rishi Panda |
Label |
Rishi Panda |
শহর ট্রামের শব্দে শোনে মেঠো সুর
নদীর চোখের জলেই নোনা সমুদ্দুর,
আমি আছি ঝরাপাতায়
নতুন খাতায় মলাট হয়ে।
গান লিখতে ইচ্ছে করে
ছন্দ মেলেনা,
লাস্ট বেঞ্চে বসি বলে
আমি মন্দ ছেলে না।
কথা দিলাম কথা রাখার
মন দিয়ে মন হারাবার হুঁ..
চুল খোলা লাল শাড়ি
স্কুল ছুটির ঈশিতা,
আনমোনা রাগ ভীষণ
মন কেমন ঈশিতা।
প্রেমেরই মানে বই থেকে
বয়েছে উদাসি হাওয়া,
বিকেলে ক্লাসের অজুহাত
ঠোঁটে প্রহর গোনা।
থামবেনা কোনো স্টেশনেই
সেই ট্রেনে হারিয়ে যাওয়া,
পরিযায়ী আর্দ্র মেঘেদের
মতন গল্প বোনা।
আমি ভবঘুরে, জানি খুব বেসুরে
তবু শুনবে কি এই গান?
গান লিখতে ইচ্ছে করে
ছন্দ মেলেনা,
লাস্ট বেঞ্চে বসি বলে
আমি মন্দ ছেলে না।
কথা দিলাম কথা রাখার
মন দিয়ে মন হারাবার হুঁ..
চুল খোলা লাল শাড়ি
স্কুল ছুটির ঈশিতা,
আনমোনা রাগ ভীষণ
মন কেমন ঈশিতা...।
0 Response to "Ishita Lyrics-Rishi Panda-Bangla Song"
Post a Comment