Ekta Dussongbad Ache Poem Recitation - একটা দুঃসংবাদ আছে I বাংলা কবিতা আবৃত্তি I Munmun Mukherjee
Munmun Mukherjee recitation I Ekta Dussongbad Ache I একটা দুঃসংবাদ আছে I বাংলা কবিতা আবৃত্তি I - Munmun Mukherjee Lyrics
Munmun Mukherjee New Poem Recitation "Ekta Dussongbad Ache" New Bangla Poem Recitation "Ekta Dussongbad Ache" Written by Sadat Hossain. Presented by Munmun Mukherjee.
একটা দুঃসংবাদ আছে I বাংলা কবিতা আবৃত্তি
একটা দুঃসংবাদ আছে,
যারা আমাকে ভেঙেচুরে
টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল
তাদের জন্য -
দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে
আমি হোঁচট খেয়ে পড়ে গেলে
আর কখনো উঠে দাঁড়াতে পারবো না,
মুখ থুবড়ে পড়ে থাকবো
গা ঘিনঘিনে কাদায়।
আমাকে ছিঁড়ে কাগজের মতো
কুচিকুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে
আমি হারিয়ে যাবো, দিকশূন্য-পুর।
যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল
অতলান্তিক বিষাদ সমুদ্রে,
ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিবমিষায়।
যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে
বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল,
শ্যাওলা জমা স্যাঁৎসেতে এক মজা পুকুর।
যে আমাকে দুঃখ দিয়ে, পুড়িয়ে শেষে
উড়িয়ে দিতে চেয়েছিলে ছাইয়ের মতোন
তাদের জন্য -
তাদের জন্য দুঃসংবাদ।
আমি এখন পাখির মতন,
আমায় ছিঁড়ে কুচিকুচি ভাসিয়ে দিলে
এখন আমি ডানা মিলে আকাশ জুড়ে উড়তে জানি।
কাটা যায়না, ভাঙা যায়না
আমি এখন জলের মতোন,
ভেসে যেতে যেতে ও হঠাৎ
জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে, আমিও জানি।
আমিও জানি
ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে
দুফলা এক ছুরি হতে।
এই যে মানুষ
দুঃখ দিতে দুঃখ ভীষণ
সেও জানুক, আমি এখন হাসতে জানি।
শ্যাওলা জমা পুকুর জুড়ে
আমি এখন রোদের মতো ভাসতে জানি,
প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই,
আবার ফিরে আসতে জানি।
আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর
জেগে ওঠা ফিনিক্স পাখি,
আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি।
0 Response to "Ekta Dussongbad Ache Poem Recitation - একটা দুঃসংবাদ আছে I বাংলা কবিতা আবৃত্তি I Munmun Mukherjee"
Post a Comment