NAGIN LYRICS - | নাগিন | DJ Maruf feat. Neera | Bangla Song
Nagin | নাগিন | DJ Maruf feat. Neera | Bangla New Song 2021 | Official Music Video - DJ Maruf feat. Neera Lyrics
DJ Maruf feat. Neera New Song "Nagin" New Bangla Song "Nagin" Lyrics by Meer Maruf. Music By Meer Brothers. Presented by Eagle Music. Nagin Song Cast - Afjal Sujon, Subha, Shreya, Ruhul Amin, DJ Maruf and Neera.
♫ SONG CREDITS ♫
Song |
Nagin |
Singer |
DJ Maruf feat. Neera |
Lyrics |
Meer Maruf |
Music |
Meer Brothers |
Label |
Eagle Music |
নাগিন বাংলা গান লিরিক্স
আমি নাগিন তুই বাজা প্রেমের বিন !!
আমি নাগিন তুই বাজা প্রেমের বিন,
আয় হায় জান তোর ঝুমকায়, ক্রাশ তোর টুমকায়
দিব্বি করে বলছি বেবি তোর আটকে আছি চুলটায়,
দুই তিন না বলি চারবার, রোজ তোকে চাই বারবার
পুচকা থেকে বুড়ো জমিনদার, আশিক তোমার রোজকার,
আসি আসি বলে দিলে সেই ছোট্ট বেলায় ফাঁকি
মনটা এখনও কচি তাই টম এন্ড জেরী দেখি
দেশ-বিদেশ ঘুরেছি আমি যাই নি কখনো জিম,
কামরুক কামাখা থেকে এনেছি তোমার জন্য বিন
বাজাবো বিন তুই নাচবি তার তালে তালে
ঝুমকা আর টুমকা নাচে হেলে দুলে,
বাজাবো বিন তুই নাচবি সুরে জ্বলে পুড়ে
বিন বিন বিন বিন বাজে আজ পার্টি জুড়ে,
বাজা তোর বিন বিন বিন
বাজে তোর বিন বিন বিন ,
আমি নাগিন, তুই বাজা প্রেমের বিন
আমি নাগিন, তুই বাজা প্রেমের বিন,
ও নো, একটু বেশি হট, আমি কফির কথা বলছি
তুমি মিষ্টি, একটু বেশি সুইট, তাইতো খেতে ভয় পাচ্ছি,
কড়ি পড়া দিয়ে করো ঝারফুঁক, বুকটা করে ধুকবুক
যাদু টুনায় লাভ হবে না, লাভ গুরু দিয়েছে ফুঁক,
কোমরের বিছা আর নাকের নোলক
আমি ফেলতে পারছিনা চোখের পলক
আমি সিউর, তুমি মিস করছো,
আমায় না পেয়ে আয়নায় কিস করছো
দেশ-বিদেশ ঘুরেছি আমি যাই নি কখনো জিম
ছটফট লাগে তোর ছোবলের বিষে তাই হাতে নিলাম বিন,
বাজাবো বিন তুই নাচবি তার তালে তালে
ঝুমকা আর টুমকা নাচে হেলে দুলে
বাজাবো বিন তুই নাচবি সুরে জ্বলে পুড়ে,
বিন বিন বিন বিন বাজে আজ পার্টি জুড়ে
বাজা তোর বিন বিন বিন
বাজে তোর বিন বিন বিন,
আমি নাগিন, তুই বাজা প্রেমের বিন
আমি নাগিন, তুই বাজা প্রেমের বিন...!!!
0 Response to "NAGIN LYRICS - | নাগিন | DJ Maruf feat. Neera | Bangla Song"
Post a Comment