Ads here

KENO EMON HOY LYRICS - কেন এমন হয় - SAMZ VAI - BANGLA SONG

Keno Emon Hoy | Ankur Mahamud Feat Samz Vai | Bangla New Song 2021 | Official Video | Bangla Gaan - Samz Vai Lyrics


Samz Vai New Song "Keno Emon Hoy" New Bangla Song "Keno Emon Hoy" Lyrics by Samz Vai. Music By Ankur Mahamud. Presented by Eagle Music.

♫ SONG CREDITS ♫

Song

Keno Emon Hoy

Singer

Samz Vai

Lyrics

Samz Vai

Music

Ankur Mahamud

Label

Eagle Music

কেন এমন হয় বাংলা গান লিরিক্স

নীরবতা কেন ডাকে আমায়
মাঝ সাগরে কষ্টের কিনারায়,
সাঁতার আমি জানি না
হতাশ আমি তীরের আশায়,

কেউ দেখেনা অন্ধকারে
জলে ভেজা চোখগুলারে,
হাসি কাঁদি স্মৃতির ঘোরে
কেন এমন হয় ?

মাওলা আমি চাইছি পানা তোমার দরবারে
পরজনমে মিলাইয়া দিও মনের মানুষরে,


এই জীবনে সব হারাইলাম যাহার লাইগা রে
পরকালে পাই যেন বিধি আমি যে তারে ও
পরকালে পাই যেন বিধি আমি যে তারে।।

আমিও মানুষ সে ও মানুষ
তফাৎ কেন হবে?
ইটের সাথে টিন মিলাইলে
ঘর বাঁধে না ভবে, হায়রে,

আমিও মানুষ সে ও মানুষ
তফাৎ কেন হবে?
ইটের সাথে টিন মিলাইলে
ঘর বাঁধে না ভবে।

বামুন কি আর চাঁদের দেখা
পায় কভু জীবনে,
ওজন ছাড়া মন মিলে না 


এই ভব সংসারে, হায়রে
ওজন ছাড়া মন মিলে না
এই ভব সংসারে।

মাওলা আমি চাইছি পানা তোমার দরবারে
পরজনমে মিলাইয়া দিও মনের মানুষরে,
পরকালে পাই যেন বিধি আমি যে তারে।।

মনের সাথে মন মিলাইলে
বিধি ও তাকিয়ে হাসে,
আমার মতো আছে কে আর
না বুঝিয়া ফাঁসে।

মনের সাথে মন মিলাইলে
বিধি ও তাকিয়ে হাসে,
আমার মতো আছে কে আর
না বুঝিয়া ফাঁসে।

চাইলে কি আর ভালোবাসা স্বার্থ ছাড়া মেলে
জানো না রে বোকা মন বিধি নিজের মতোই খেলে
হায়রে,
জানো না রে বোকা মন বিধি নিজের মতোই খেলে।

মাওলা আমি চাইছি পানা তোমার দরবারে
পরজনমে মিলাইয়া দিও মনের মানুষরে,


এই জীবনে সব হারাইলাম যাহার লাইগা রে
পরকালে পাই যেন বিধি আমি যে তারে ও
পরকালে পাই যেন বিধি আমি যে তারে।।

>সমাপ্ত<

0 Response to "KENO EMON HOY LYRICS - কেন এমন হয় - SAMZ VAI - BANGLA SONG"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles