Ka Phonta Chokher Jal Phelechho Lyrics-Manna Dey-Bengali Song
Ka Phonta Chokher Jal Phelechho with lyrics | Manna Dey | Chayanika | HD Song - Manna Dey Lyrics

Manna Dey Song "Ka Phonta Chokher Jal Phelechho" Bangla Song "Ka Phonta Chokher Jal Phelechho" Lyrics by Pulak Banerjee. Music By Nachiketa Ghosh. Presented by Saregama Bengali.
♫ SONG CREDITS ♫
Song |
Ka Phonta Chokher Jal Phelechho |
Singer |
Manna Dey |
Lyrics |
Pulak Banerjee |
Music |
Nachiketa Ghosh |
Label |
Saregama Bengali |
ক ফোঁটা চোখের জল ফেলেছ লিরিক্স
ক’ফোঁটা চোখের জল ফেলেছ
যে তুমি ভালবাসবে?
ক’ফোঁটা চোখের জল ফেলেছ
যে তুমি ভালবাসবে?
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।
ক’ফোঁটা চোখের জল ফেলেছ
যে তুমি ভালবাসবে?
ক’টা রাত কাটিয়েছো জেগে ?
স্বপ্নের মিথ্যে আবেগ,
ক’টা রাত কাটিয়েছো জেগে ?
স্বপ্নের মিথ্যে আবেগ,
কী এমন দুঃখকে সয়েছ
যে তুমি এত সহজেই হাসবে,
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।
ক ফোঁটা চোখের জল ফেলেছো
যে তুমি ভালবাসবে?
হাজার কাজের ভীড়ে
সময় তো হয়নি তোমার,
শোননি তো কান পেতে
অস্ফুট কোন কথা তার।
হাজার কাজের ভীড়ে
সময় তো হয়নি তোমার,
শোননি তো কান পেতে
আজ কেন হাহাকার করো ?
সে কথায় ইতিহাস গড়,
কী সুখ জলাঞ্জলি দিয়েছ
যে তুমি সুখের সাগরে ভাসবে,
পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
কী করে এখানে তুমি আসবে।
ক ফোঁটা চোখের জল ফেলেছ
যে তুমি ভালবাসবে?...!!!
>সমাপ্ত<
0 Response to "Ka Phonta Chokher Jal Phelechho Lyrics-Manna Dey-Bengali Song"
Post a Comment