Ronger Manush Lyrics-রঙের মানুষ-Samz Vai-Bangla Song
Ronger Manush (রঙের মানুষ) | Samz Vai | 2021 - Samz Vai Lyrics

Samz Vai New Song "Ronger Manush" New Bangla Song "Ronger Manush" Lyrics by Samz Vai. Music By Samz Vai. Presented by Samz Vai Official.
♫ SONG CREDITS ♫
Song |
Ronger Manush |
Singer |
Samz Vai |
Lyrics |
Samz Vai |
Music |
Samz Vai |
Label |
Samz Vai Official |
রঙের মানুষ লিরিক্স
আমি স্বপ্ন সাজাই যেমন তেমন
স্বপ্ন ভাঙ্গা দায়,
আমার এক পা চলে সামনে তিন পা
পিছনে দৌড়ায়,
কেউবা নাটক করে মিছেমিছি
চোখে জল গড়ায়,
কেউ পাগল হইয়া নেশার ঘোরে প্রেম
শোকে ছটফটায়,
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি যে মজা পায়,
আমার হাসতে বারন বুক চাপিয়া
কান্না বড় দায়,
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি জানি সুখ পায় হায় রে
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি যে মজা পায়,
কেউবা নির্যাতনের শিকারী হইয়া
সুখের ঢেকুর তুলে,
কারো মুখের খাবার কাড়িয়া
কারো চুলায় আগুন জ্বলে,
যে পারে তার মনটা নিয়া
খেলিয়া বেড়ায়,
আমার জীবন রইলো রঙের হিসাবের খাতায়,
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি যে মজা পায়, হায় রে
রঙের মানুষ রঙ বিলাইয়া
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি যে মজা পায়,
আমার হাসতে বারন বুক চাপিয়া
কান্না বড় দায়,
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি জানি সুখ পায়, হায় রে
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি যে মজা পায়...!!!
>সমাপ্ত<
0 Response to "Ronger Manush Lyrics-রঙের মানুষ-Samz Vai-Bangla Song"
Post a Comment