Ek Jiboner Gaan Lyrics-এক জীবনের গান-Bangla Song-Joler Gaan Band
Ek Jiboner Gaan ~এক জীবনের গান~ - Joler Gaan Band Lyrics

Song : Ek Jiboner Gaan
Tune & Composition : Rahul Ananda
Lyrics : Shawon Akand
Presented by : Joler Gaan
এক জীবনের গান লিরিক্স
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
তবু কেন সকাল-দুপুর,
সন্ধ্যা-রাত্রি খুঁজি ?
আমি রোজই ,
খুঁজি, আমি রোজই।
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
এ ঘর ও ঘরে
কোণা-কাঞ্চিতে ভুল,
এ ঘর ও ঘরে
কোণা-কাঞ্চিতে ভুল,
ভুল ? নাকি কাগজের ফুল ?
ভাঁজ খুলে দেখি ফুল নয়
এতো মায়া !
পালিয়ে গিয়েছে তোমার আমার ছায়া
পালিয়ে গিয়েছে তোমার আমার ছায়া।
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
ছায়া খুঁজে মরি
কাটে তাল-ছন্দ,
ছায়া খুঁজে মরি
কাটে তাল-ছন্দ,
তবুও তো মন চায় অকারণ মুক্তি
তবুও তো মন চায় অকারণ মুক্তি
পাগলা মনতো শোনেনা কারণ যুক্তি
পাগলা মনতো শোনেনা কারণ যুক্তি,
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি
কিছুই হলো না
কিছুই হবে না...!!!
>সমাপ্ত<
0 Response to "Ek Jiboner Gaan Lyrics-এক জীবনের গান-Bangla Song-Joler Gaan Band"
Post a Comment