Thik Bhul Bhule Aami Lyrics-Anwesshaa Dutta Gupta & Pratik Kundu-Bangla Song
Thik Bhul Bhule Aami Full song - SOS Kolkata | Yash | Mimi | Pratik Kundu | Anwesshaa - Anwesshaa Dutta Gupta, Pratik Kundu Lyrics

SOS Kolkata" Bangla Movie New Song. Singer by Anwesshaa Dutta Gupta & Pratik Kundu New Song "Thik Bhul Bhule Aami". Thik Bhul Bhule Aami Song Is Latest Bangla Song. Presented by Jarek Entertainment. And Music by Pratik Kundu. Song' Lyrics Writing by Pratik Kundu.
Song |
Thik Bhul Bhule Aami |
Singer |
Anwesshaa Dutta
Gupta & Pratik Kundu |
Lyrics |
Pratik Kundu |
Music |
Pratik Kundu |
Label |
Jarek Entertainment |
ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।
তুই মন ছুঁয়ে গেলে
এই ঠোঁট মেখে ফেলে হাসি,
অচেনা শহরে আজও
হেঁটে চলি তোর পাশাপাশি।
তোর নামে তোলা থাকে খুনসুটি পাগলামো
তুই না থাকলে বল কাকে আর আগলাবো?
চুপ কেন সব বুঝে, অযথাই বোকা সেজে
কিভাবে বোঝাবো তোকে
হ্যাঁ আমি কতটা ভালোবাসি।
হ্যাঁ তুই বড্ড বাজে পারিস তো মাঝে মাঝে
যে কোনো বাহানা খুঁজে
আসতে আমার কাছাকাছি।
ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।
বায়নারা অবাদ্ধতা
ভুলে যায় তুই কাছে এলে,
মন খারাপ ভিড় করে
আজও তুই দূরে চলে গেলে,
তোর কাছেই শান্তি তাই
থাকছে না মন কোলাহলে,
থাকলে চুপ নিঃশুমে
চোখেরা কত যে কথা বলে।
আদরেই অভিমান ভুলিয়ে দিস
চোখ যদি জলে ভাসে,
আজ আমার পাশে বসে
আলতো দু'হাতে চোখ মুছিয়ে দিস।
ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।
তুই মন ছুঁয়ে গেলে
এই ঠোঁট মেখে ফেলে হাসি,
অচেনা শহরে আজও
হেঁটে চলি তোর পাশাপাশি।
0 Response to "Thik Bhul Bhule Aami Lyrics-Anwesshaa Dutta Gupta & Pratik Kundu-Bangla Song"
Post a Comment