Firiye De Na Lyrics-ফিরিয়ে দে না-Abir Biswas-Bangla Song Lyrics
Firiye De Na | Official Music Video | Abir Biswas | Sunil-Rajat | KMJ Music Series - Abir Biswas Lyrics

Abir Biswas New Song "Firiye De Na" New Bangla Song "Firiye De Na" Lyrics by Sunil-Rajat and Sourav Goswami. Music By Sunil-Rajat. Presented by KMJ Music Series.
Song |
Firiye De Na |
Singer |
Abir Biswas |
Lyrics |
Sunil-Rajat and Sourav Goswami |
Music |
Sunil-Rajat |
Label |
KMJ Music Series |
কিছু কষ্ট বুকে জমে আছে
কমিয়ে দে না,
আমার বেঁচে থাকার সুখ গুলো তুই
ফিরিয়ে দে না।
কত আদরে তুই বুকে ছিলি
আজ সবই কি ভুলে গেলি?
হৃদয় টা যে তোরই ছিল মিলিয়ে নে না।
কিছু কষ্ট বুকে জমে আছে
কমিয়ে দে না,
আমার বেঁচে থাকার সুখ গুলো তুই
ফিরিয়ে দে না।।
বল কি করে তোকে
ছেড়ে থাকবো আমি দূরে,
যেখানে আজ স্বপ্ন গুলো সবই তোকে জুড়ে,
জানি আর যাবেনা রাখা
কোনো মায়ার বাঁধন দিয়ে,
নিজেকে তুই অন্য বাসায় নিয়েছিস সাজিয়ে।
তবে আমি ছিলাম শুধুই বোকা
ভালোবেসে হলাম একা,
সেই বোকামি গুলোই আমায় ফিরিয়ে দে না।
কিছু কষ্ট বুকে জমে আছে
কমিয়ে দে না,
আমার বেঁচে থাকার সুখ গুলো তুই
ফিরিয়ে দে না।।
আমি দিয়েছিলাম তোকে
ওরে হাজার সুখের আলো,
আমার জীবন আঁধার করে
থাকবি কি তুই ভালো??
তবু আজও আমি কাঁদি
বসে একলা ঘরের কোনে,
মিথ্যে ছিলো ভালোবাসা আমার এ জীবনে।
কেনো দিয়ে গেলি এমন ব্যাথা
করে গেলি আমায় একা,
করলি রে তুই কেনো এমন জবাব দে না।
কিছু কষ্ট বুকে জমে আছে
কমিয়ে দে না,
আমার বেঁচে থাকার সুখ গুলো তুই
ফিরিয়ে দে না।
কত আদরে তুই বুকে ছিলি
আজ সবই কি ভুলে গেলি?
হৃদয় টা যে তোরই ছিল মিলিয়ে নে না
ও. ও...!!!
0 Response to "Firiye De Na Lyrics-ফিরিয়ে দে না-Abir Biswas-Bangla Song Lyrics"
Post a Comment