Rongin Ghuri Lyrics-Keshab Dey-রঙিন ঘুড়ি-Bangla Song
রঙিন ঘুড়ি | Rongin Ghuri | Keshab Dey | Sad Song | Bangla New Song 2020 | Valentines Special song - Keshab Dey Lyrics
Keshab Dey New Song "Rongin Ghuri" Latest Bangla Song "Rongin Ghuri" Lyrics By Ruhani. Music By Real Ashique. Presented by Keshab Dey.
Song |
Rongin Ghuri |
Singer |
Keshab Dey |
Lyrics |
Ruhani |
Music |
Real Ashique |
Label |
Keshab Dey |
রঙিন ঘুড়ির মতো
তুমি কার আকাশে উড়ো,
কার সাথে আজ আমায় ভুলে
মন সাজিয়ে ছুটো।
কার অপেক্ষায় বসে থাকো পরে নীল শাড়ি
সে কি তোমায় বাসে ভালো আমার চেয়ে বেশি?
ভালো থেকো সুখে থেকো চাইবো আমি রোজই
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাঁদি,
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাঁদি।
রঙ্গীন ঘুড়ির মতো
তুমি কার আকাশে উড়ো,
কার সাথে আজ আমায় ভুলে
মন সাজিয়ে ছুটো।
কিছুদিন আগে তুমি কথা দিয়েছিলে
সারাজীবন রবে আমার পর তবুও হলে,
আমি ছিলাম তোমার কাছে সাজানো এক পুতুল
কেন এমন করলে তুমি কি ছিল গো ভুল ?
ভালো থেকো সুখে থেকো চাইবো আমি রোজই
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাঁদি,
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাদি।
রঙীন ঘুড়ির মতো
তুমি কার আকাশে উড়ো,
কার সাথে আজ আমায় ভুলে
মন সাজিয়ে ছুটো।
স্মৃতিগুলো তোমার আমার পড়ে আছে মনে
নতুন করে বেঁধেছো ঘর আমার একা করে,
চলে যদি যাবার ছিলো কেন কাছে এলে?
ভালোবাসার বিনিময়ে কিবা আমায় দিলে।
ভালো থেকো সুখে থেকো চাইবো আমি রোজই
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাদি,
তুমি ভালো আছো বলে তাইতো সুখে কাঁদি।
রঙ্গিন ঘুড়ির মতো
তুমি কার আকাশে ওড়ো,
কার সাথে আজ আমায় ভুলে
মন সাজিয়ে ছুটো...!!।
0 Response to "Rongin Ghuri Lyrics-Keshab Dey-রঙিন ঘুড়ি-Bangla Song"
Post a Comment