ALO LYRICS - | আলো | TANZIR TUHIN - BANGLA SONG
Alo || আলো || Prince Mahmud Feat Tanzir Tuhin || Official Original Track || Bangla New Song 2020 Tanzir Tuhin Lyrics
♫ SONG CREDITS ♫
Song |
Alo |
Singer |
Tanzir Tuhin |
Lyrics |
Prince Mahmud |
Music |
Prince Mahmud |
Label |
Agniveena |
আলো বাংলা গান লিরিক্স
এই আলো হাওয়ার মায়া কাটিয়ে
এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে,
চলে যাবো ভাবতেই,
চোখ ভরে আসে।
এই ভালো মন্দেও ভালো থাকা
প্রিয় মুখগুলো বুক জাপটে রাখা,
ফেলে যাবো ভাবতেই
চোখ ভরে আসে।
মৃত্যুই সারসত্য জেনে
শিখেছি জীবন ভালোবাসতে,
অপ্রাপ্তি বৃত্ত মেনেই,
ব্যথাটা লুকায় পারি হাসতে।
এই ভালো মন্দেও ভালো থাকা
প্রিয় মুখগুলো বুক জাপটে রাখা,
ফেলে যাবো ভাবতেই
চোখ ভরে আসে।
রেখে যাবো সংসারে গান,
এই পিছুটান,
কি করে ছাড়বো ?
ছেলেটাকে বুকেতে জড়ায়,
গাল ভরে চুমু কি খেতে পারবো ?
হুঁ হুঁ, হুঁ হুঁ
এই পথভ্রমণ পাঠ সরবে
বিস্মৃতির অতল গর্ভে,
হারাবো ভাবতেই
চোখ ধরে আসে।
শ্রেণিহীন কবিতা অরন্য, লোকারণ্য
কোথায় পাবো ?
এই মাটি জল নীল-আকাশ,
বুক ভরা বাতাস কি নিতে পারবো?
নির্মাণের এই মায়াজাল ছিড়ে
যাবো না যাবো না ভাবে মন।
ফসল বেঁধে বাঁধি প্রানের ঘাঁটি
সে প্রানেই পূর্ণ প্রলোভন।
এই পথভ্রমণ পাঠ সরবে
বিস্মৃতির অতল গর্ভে,
হারাবো ভাবতেই,
চোখ ধরে আসে।
এই আলো হাওয়ার মায়া কাটিয়ে
এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে,
চলে যাবো ভাবতেই,
চোখ ভরে আসে।
এই ভালো মন্দেও ভালো থাকা,
প্রিয় মুখগুলো বুক জাপটে রাখা,
ফেলে যাবো ভাবতেই
চোখ ভরে আসে...!!!
>সমাপ্ত<
0 Response to "ALO LYRICS - | আলো | TANZIR TUHIN - BANGLA SONG "
Post a Comment