Shunya Khatar Gaan Lyrics-(শূন্য খাতার গান) Sahana Bajpaie-Bangla Song Lyrics
Sahana Bajpaie- Shunya Khatar Gaan I Bengali Original Song I Debasmita I Aador Das - Sahana Bajpaie Lyrics
Sahana Bajpaie New Song "Shunya Khatar Gaan" New Bangla Song "Shunya Khatar Gaan" Lyrics by Debasmita. Music By Aador. Presented by Sahana Bajpaie.
Song |
Shunya Khatar Gaan |
Singer |
Sahana Bajpaie |
Lyrics |
Debasmita |
Music |
Aador |
Label |
Sahana Bajpaie |
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়,
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায়,
অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ
অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ,
আটকে আছে হিসেব ভরা ঠোঙায়
আটকে আছে হিসেব ভরা ঠোঙায়।
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায় ।।
কাঁচের দেওয়াল ভীষণ কাছে শহর
ছোঁয়ার বেলায় দু'হাত ভরে কাজে,
কাঁচের দেওয়াল ভীষণ কাছে শহর
ছোঁয়ার বেলায় দু'হাত ভরে কাজে,
কোথায় যেন লুকিয়ে আছে জীবন
মনখারাপের গোলাপি মন্তাজে।
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
কি রং তোমার বোতাম ছেঁড়া জামায় ।।
এপার থেকে ওপার হাঁটে আলো
মনের কথা কেবল অপচয়,
এপার থেকে ওপার হাঁটে আলো
মনের কথা কেবল অপচয়,
এ চোখ থেকে ও চোখ বাঁধা সেতু
সন্ধ্যে তুমি বলতে পারো আমায়
শুন্য খাতা এত্ত কেন ভাবায়?
বন্ধ হয়ে অন্ধ কিছু মানুষ
বন্ধ হয়ে অন্ধ কিছু মানুষ,
আটকে থাকা কাদের যে ঠিক মানায়
আটকে থাকা কাদের যে ঠিক মানায়
আটকে থাকা কাদের যে ঠিক মানায় ।!
0 Response to "Shunya Khatar Gaan Lyrics-(শূন্য খাতার গান) Sahana Bajpaie-Bangla Song Lyrics"
Post a Comment