DINER SHESHE LYRICS-BJOYROTH-Bangla Song Lyrics
Diner Sheshe - Bjoyroth | Official Music Video | New Bangla Song - Yamin Elan Lyrics

BjoyRoth New Song "Diner Sheshe" New Bangla Song "Diner Sheshe" Vocal And Lyrics by Yamin Elan. Music By BjoyRoth. Presented by Gaanchill Music.
Song |
Diner Sheshe |
Singer |
Yamin Elan |
Lyrics |
Yamin Elan |
Music |
BjoyRoth |
Label |
Gaanchill Musi |
সময়ের সাথে ফিরে আশা
বিষণ্ন কষ্টে নিবিড়,
রহস্যময় তোমার হাসির আড়ালে
সুখের চাদর।
বিবর্ণ বিষাদ থেকে সন্ধ্যা নামে
তোমার ছোঁয়ায় আমার শরীর ঝরে পড়ে,
ভালোবাসা লাল গোলাপ
দিনের শেষে শুকনো ফুল আজ রাতে,
দিনের শেষে শুকনো ফুল আজ রাতে।।
ব্যাথা রয়ে গেছে অশ্রু নিলে
হারিয়ে যাই ক্ষনে ক্ষনে
তারই ভিড়ে !!
ধীরে ধীরে নেমে এসো
স্বপ্নিল সেই পাহাড়ে,
আমারও ঠিকানায় তুমি !!
বিবর্ণ বিষাদ থেকে সন্ধ্যা নামে
তোমার ছোঁয়ায় আমার শরীর ঝরে পড়ে,
ভালোবাসা লাল গোলাপ
দিনের শেষে শুকনো ফুল আজ রাতে,
দিনের শেষে শুকনো ফুল আজ রাতে।
বিবাগী এক দিন শেষে ঘরে ফেরে
বিবর্ণ বিষাদ থেকে সন্ধ্যা নামে
তোমার ছোঁয়ায় আমার শরীর ঝরে পড়ে,
ভালোবাসা লাল গোলাপ
দিনের শেষে শুকনো ফুল আজ রাতে,
দিনের শেষে শুকনো ফুল আজ রাতে ..!!!
0 Response to "DINER SHESHE LYRICS-BJOYROTH-Bangla Song Lyrics"
Post a Comment